নারীর মনকে বুঝা বড় দায়,
কেউ বুঝলেও আমি বুঝি নায়।
একবার বুঝি দুইবার হয় ভুল,
তিনবার বুঝি ছয়বার ভাঙে কূল।
জনম ফুরালে কেউ বুঝে নায়।
পৃথিবীর যত পুস্তক খুলে,
যদি কেউ পড়ে খায় সাথে গুলে।
পাবে না তারই শেষ অধ্যায়,
নারীদের মন বুঝা বড় দায়
এই পর্যন্ত কেউ বুঝে নাই।
নারীর মন কি কঠিন পাথর,
নাকি সমুদ্রে তুফানের ঝড়।
নারীর মনকে বুঝা এত দায়।
বুঝি না কখন রঙ বদলায়।
একবার মনে খটকা লাগলে,
মাথাকে ঘামায় হুদহুদি বলে।
চাপাবাজি থেকে বেশ খুশি হয়
বাস্তব দেখে নিজকে সরায়।