নারীর মন কি আর নদীর মতোন বয়?
যেনো ঢেউয়ের কোলে রহস্য লুকিয়ে রয়।
জোয়ারে উচ্ছ্বাস আর ভাটায় বিরহ গান,
তবু সে নদীর পাড়ে কুড়িলে সদিচ্ছা ধ্যান।
নারীর মন কি আর গোধূলি নিংড়ানো রঙ,
অর্ধেকে আলো নামাছে অর্ধেকে গুপ্তের ধন।
হৃদয়ে সূর্যাস্ত দেখি ব্যয়িত মনস্তাত্ত্বিক,
যেখানে সজল মেঘে অদ্ভুত-উদ্দীপক।
নারীর মন কি আর মরুর ঝড়ো হাওয়া,
যেখানে একটুখানি ছায়ার স্নেহ ছাওয়া।
চোখে জলকণা আর, তৃষ্ণায় বক্ষতা পোড়ে,
তবু মরীচিকা রূপ ডেকে যায় অন্য ঘোরে।
নারীর মন কি আর বনবীথির সে! ধ্বনি,
যেখানে ঝরা পাতার, মাঝে নিত্য গীত ধনী।
সবকিছু দেবে তবু, নিজেরে লুকিয়ে রাখে,
বাস্তব চিত্র অঙ্কনে বুঝা মুশকিল থাকে।