চেহারা সুন্দর হলে সুন্দর হয়না
চরিত্র সুন্দর যার সৌন্দর্য ভাসায়,
স্বর্গীয় অঙ্গনা দূত সৃষ্টির নমুনা
রাজ কন্যার লাবণ্য অনন্ত হাসায়।
জমিদারি দিয়ে কেউ পুরুষ হয়না
পুরুষ হয় কর্মের জনম সংগ্রামে,
চুলের স্টাইল দিয়ে স্মার্ট হয় নাকি?
চাকরি থাকলে হয় কৃতিত্ব মহানে।
পুরুষে মূল্য মেলায় অর্থ বৃত্ত কেন্দ্র
নরীর মূল্য মেলায় চলনের ধর্মে,
নিখুঁত রূপ ছড়িয়ে ঘরকে গুছিয়ে
পুরুষে মূল্য রয়েছে হাত ভরা কর্মে।