এগিয়ে যাও সংগ্রামে বিশ্ব শালীন সমাজে
গুছিয়ে দাও পৃথিবী হৃদয় আকুল থেকে,
স্বাগত নারী স্বাগত তোমার অপেক্ষা ছিল
প্রাণে শান্তি খুঁজি কেন্দ্রে নিষ্ঠুর নির্দয় দেখে।
নারী পুরুষ দুজনে বিশ্বের ধরবো হাত
মুছবো সদা কুদৃষ্টি বিভেদ মূর্খের তর্ক,
বলিনি নারী একাই নেবে জগৎ রাজ্য ভার
পুরুষ নারী চেষ্টায় ধরাবে কাঙ্খিত স্বর্গ।
অধিকার চাই জাতি নারী পুরুষ সমানে
কাউকে বেশিতে নয় চাই সামানে সামান ,
শালীন সুন্দর হয়ে নিজ পরিচয় চাই
বরণ করতে চাই এই সমাজ সম্মান।