ঘরে ঘরে ওয়াজ শুনে কোরআন পড়ে বাড়িতে,
নামাজ রোজার পুণ্য টুকু কত জমে হাড়িতে।
চারিদিকে ভরে আছে জোর জুলুমে অত্যাচার
আল্লাহ কে কী! বোকা ভাবে বুঝিনি আর কিছু তার

পরের টাকা ঘরে আনে মুখ চোরা ওই দলালে
সে টাকার ভাগ মসজিদে দেয় কবুল বলে চালালে
কেমন করে এমন টাকা মসজিদে ওই নিলো ভার
আল্লাহ পাকে চালাকি টা বুঝলো না আর কি তার

দান করেছে গরীব দুঃখী বাহবা দেয় সকলে,
ওয়ারিশের হক মেরেছে চালাকি তে দখলে।
দোয়া পড়ে তসবি পড়ে কত পড়ে ইসতেগফার
সমাজে খুব ভালো সাজে কতকিছুর সমাচার
নামাজ পরে রোজা রাখে কতকিছু করলো আর।




সমাজে বাস্তব কথা থেকে নেওয়া