দূষিত বাতাস ধেয়ে আসতেছে আমারই দিকে
দুর্গন্ধ তে সরে গেছে (প্রিয়) টিকতে না পেরে,
সে দুর্গন্ধ বিষন্ন ঘ্রাণ খুনের চাইতে বেশ জঘন্য
ময়লা ডোবায় চেয়ে অসহ্য সাঁতরে জীবন ফেরে।
কুত্তায় আমায় কামড় দিয়েছে জানতাম নাতো কিছু
কুত্তার লগে দেখাও হলোনা বিষ নাকি মোর দেহে,
আমার দেহের বিষের গন্ধ ওরা খুঁজে পায় কারা?
ছোটলোক জাতি ব্যাঙ্গ করছে এই অপবাদ পেয়ে ।
ভেঙেছে আমার বুকের পাঁজর ভেঙেছে হৃদয় সাঁকো
কতটা ভাঙলে ওপারে যায় না হাত-পা গুটিয়ে থাকো
করছে আমার সর্ব হারার মজলুম হয়ে থাকা,
ওই শয়তানি বুদ্ধির কাছে এমন ছবিটি আঁকো।
ইনজেকশন দিয়েছি শরীরে ল্যাবেও টেস্ট করি
কুত্তার বিষ চিহ্ন পাইনি মানুষ বলছে হ্যাঁ,
এসব দূষিত পচা অপবাদ আরোপ করেছে যে?
মানুষ নামক হিংস্র স্বভাব চুপে মুন্নির মা।
সাপের কামুড়ে আমার শরীর শুধু নাকি বিষ ভরা
মুন্নির মায় সকলে ছড়ায় কানাঘুষা কান চেয়ে,
জানি না খোদায় নরকে যায়গা রেখেছ কে জানে
আব্বাস ঘরে ঘরনী হয়েছে কল্লা কাটার মেয়ে।
বিচার নালিশ এই মাহিলার করার মতোই নাই
এই মহিলায় হাজার খুনের পাপিষ্ঠ মাথা টি,
এর কারণেই চাকরি গিয়েছে স্বজন হারানো হলো
এই মহিলার মৃত্যু জানাজা জায়েজ হবে কি?
ভালোবাসা গেছে আমাকে-ছেড়ে এই দুশমনি ফাঁদে
খোদার গজব নাজিল চাইছি বলিনি মনের সাধে,
এই মহিলার সাঙ্গপাঙ্গ বড় বেয়াদব যায়,
আশেপাশে তার মগজ খাটায় কুটনামি ফাঁদ ফাঁদে।