ভাবতে পারিনি তোমার এমন দুর্ঘটনা হবে
একটি ঝড়েই ভাঙলো আশার ডাল,
ভেঙেছে দাঁড়িয়ে এপার ওপার নদীর দুপাড়
ভেঙেছে আমার কতদিন কত কাল।
আমার বাহিরে আমার ভেতরে নিয়ে
পুরোটা স্থান লাফিয়ে স্বপন করেছি বপন
শিশির যেমন চোখের আড়ালে ঝরালো
তোমার পায়েতে ঝরেছি অনেক বার।
আকাশ পাতাল পার্থক্য হয় দুচোখে্
এভাবে দুধারে দুই ভাগ হয়ে গেছি,
যেভাবে নদীর এপার ওপার ফাঁকা
মনেহয় যেন ছিটকে পরেছি
তোমার হয়না যাওয়া এখন এ পথ বাড়িয়ে
নিয়মের দশা ডুবে ডুবে কাটে সারাক্ষণ ধরে,
পিছনে তাকিয়ে একবুক ব্যথা স্মতিময় মনে
হয়তো আমাকে একা একা মনে পড়ে