এই বাঙলার চির অধিপতি তুমিই চিরঞ্জীব
তুমি হৃদয়ের সত্যের বাতি তুমিই শেখ মুজিব।
এই বাঙলার চির কল্যাণে তুমিই সফল স্রষ্টা,
খাঁটি প্রেমিকের অটলে আস্থা শ্রদ্ধায় রত দ্রষ্টা।
এই বাঙলার আকাশে বাতাসে জয় বাংলার গল্প
বাঙালির তুমি দিয়েছো স্বদেশ মুছে বিষাদের জল্প
তুমি বাঙালির গরিবের প্রেমে তাদের কর্ণধার,
ধরেছিল হাল স্বাধীনতা দেবে হয়নি তোমার হার।
এই সবুজের পাতায় পাতায়ে তোমার নামটি বলে
নদীরও কাছে গিয়েছি যখনি নদী বলে কলকলে।
বিদেশের কাছে নিজের দেশেরি নাম জিজ্ঞেস করে
এই নাম হলো বাংলাদেশ- এলো মুজিবের তরে।
তোমার জন্মে ধন্য বাঙালি ধন্য দেশের পিতা,
শর্তায়ু হলো তোমার জন্মে হৃদয়ের সংহিতা।
হাজার বছরে শ্রেষ্ঠ পুরুষ তুমি শুধু একজন
এই বাঙালির বন্দনা তুমি চিরদিন প্রিয়জন।