এদিকে যাই ওদিকে যাই যায়না কোথা বসা,
এক থাপরে দশটা মরে হাতের তলে মশা।
রাতের বেলা তেলের পামে রয়েছে বাতি জ্বেলে,
যখন আমি ধরি নজেল রক্ত চুষি খেলে।
এই শহরে যত মানুষ এরচে বেশি মশা
মানুষ কম মশার লাগি যায়না কোথা বসা।
এত মশার জন্ম গ্রহণ খুঁজে পাওয়া কারণ
ময়লা গুলো ফেলেছে ঠেলি যেখান সেখান।
ময়লা থেকে জন্ম যাদের পর রক্ত চোষে,
এদের জন্ম খারাপ থেকে কেউ না মশা পোষে
মানুষ এর মধ্যে আছে এমন কিছু জন,
তাদের লাগি যায় না বসা চেয়ারে প্রতিক্ষণ।
মশা বলছো জোঁক বলছো পর রক্ত চোষা
এর হচ্ছে জানোয়ার যে প্রাণীর মধ্যে রোষা
যত তারাই মধু পোকের মতোই ঘিরে ধরে,
মনে হচ্ছে মশার দেশে আসছি ঘুরে ফেরে।
থাপর চর যতই মারি যায়না কভু মশা
মশা কামড়ে লাল হয়েছে হাতে পায়ের দশা।