মরনের কোলে ডুব দিলো যারা তারা কি ফিরবে
এই পৃথিবীতে আলোর দুয়ারে সকালের সাধ নিতে?
তাদের নামকে খোদাই করলে তারা কি জেনেছে
নিথর শরীরে পেয়েছে কি খোঁজ মরণে ধন্য বিঁধে।

মরার পরই পচে যায় দেহ মুছে যায় যত আশা  
পৃথিবীর বুকে রাখেও না খোঁজ  জানে না কেমন ছবি
পৃথিবীর আলো বুঝতে পারে না আশা কি নিরাশা
কিসের ধন্য কিসের জন্য কিসের অংক সবি।

অমুক তমুক শহীদ হয়েছে প্রতিদিন পেলো সবে
যে জন মরেছে পাইছে আন্ডা শূন্য ফলের রসে
হয়ে গেলো ক্ষতি মুছে গেছে আশা খতম জিন্দিগি
কিছু টাকা দিয়ে শোধ করে যায় বুদ্ধি খাটিয়ে বসে।
একমুঠো ভাত খাইতে কী ফিরে যারা হলো বলিদান

স্বাধীন হয়েছে নাকি তা হয়নি আজো তা জানে না!
তাদের তরেই ফুল দিয়ে বুঝি ঋণ শোধ হয়ে যায়
এই পাগলামী বিষণ্ণ লাগে বিবেকর দাঁড়টান

একটি প্রাণের মূল্য কি আর টাকা দিয়ে যায় কেনা
পৃথিবীর যত যদি তাকে দাও ফিরবে প্রাণেই ঘুরে
তাহলে তাদের জীবনের কাছে তোমার স্বার্থ বড়??
কিসের জন্য তোমার স্বার্থ বিবেক খোঁচাও সুরে।

শহীদের ঘরে অনেক দিলে কী শহীদ উঠবে বেঁচে?
শহীদ নিজেই ভিন্ন সত্ত্বা ভিন্ন পৃথিবী তার
তার বেঁচে থাকা তারই সুফল তারই পৃথিবী হাসে
পরের জন্য পরের সুফলে তার মিছে অধিকার।

শহীদ নিজেকে নিথর শরীরে মাটিতে মিশলো/ পচে
পৃথিবীর বুকে শান্তি নামবে অনিয়ম যাবে ঘুচে
কিছুদিন পরে ভুলে যায় যেন শহীদের প্রতিদান
গান গায় তার স্বার্থ সুদিন সবকিছু যায় মুছে।