অযোগ্য প্রার্থী যখন মন নির্বাচনে
আমি শুধু ভোট খুঁজি তোমারই পাশে,
জয়ীর দীর্ঘ চেষ্টায় অত্র ফলাফলে
বেদনার চিঠি হয়ে পরাজয় আসে।
তোমাকে পাবার প্রার্থী দাবিতে বিক্ষোভ
তোমার পোস্ট দেয়ালে করি অভিযোগ,
তা ধারে ও যায়না মন কমিশনে
পৌঁছে না যে অতদূর শুধু গোলযোগ।
এই নির্বাচন সত্যি বহুবার নয়
একবারে হয়ে গেলে চির প্রতিনিধি
সমাজ সংসারে যিনি চালকের স্থান
মৃত্যুর আগ পর্যন্ত দেয় টেনে প্রীতি।
তোমার মৌন এলাকা নির্বাচন প্রার্থী
পরাজয় সহ্য করে ঘুরি আশপাশ,
একপা দুপা ফেলেই হাঁটি এলাকায়
হারের ঠুকরে বসি ভ্রষ্ট অভিলাষ।