তোমার মনের নেটওয়ার্কে কোনো সংযোগে নেই
যেভাবে ছড়ানো থাকে অলিগলি যেনো কানেক্ট জাল,
সারাটা গ্রামের সারাটা শহরে এক টাওয়ার থেকে
মন সংযোগে চলছি দুজন বহুদিন বহুকাল।

নতুন একটি জীবনের সাথে  মানিয়েছো খুব বেশ
হয়তো একটি নব কম্পানি সিম কেনারই মত,
হয়তো তোমার কাছে এই মন বাজেয়াপ্ততা আমি
যেমন একটি সিটিসেল সিম দেশে আজ বিলুপ্ত


দোষ দিবে খুব একথাও জানি তোর কম্পানি পঁচা
ঠিক নেই সেবা  হৃদয়ের বাজে নেটওয়ার্ক মেটায়,
এখন জোরালো নেটওয়ার্কি সুবিধা নিতেছ আহা
যেমনি তোমার নতুন সঙ্গী ফাইভ জি আওয়তায়।