কোথায় পেলে এমন হাসি কে দিয়েছে কেমনে মাখো?
আমায় করে সর্বনাশা
রূপের আগুন পড়ছে এসে আমি বড্ড রূপের লাকড়ি
রূপ এসে তার পুড়ে গেছি ছাই হয়েছি.....কয়লা হয়ে তাই দাঁড়ালাম
কোথায় পেলে এমন গড়ন কে বানালো যত্ন করে
কে নামালো স্বর্গ থেকে স্বর্গের মাঝে থাকার কথা,
কি ভাগ্যে আজ আমার হলো স্বর্গ লোকের দেখা পেলাম
কি শেখালো এমন হাঁটা হাটছো কেমন, সুবাতসে
ঘাস মাটিতে উপর যখন হাঁটছো বুঝি ছলাৎ ছলাৎ
বুকের উপর হাটার আমি শব্দ শুনি.. তোমার সুন্দর ধবল পায়ের
পারা খেয়ে যৌবন পেলো সারা ঘাসে
তারা ও খুব প্রেমে পড়ে হলো সবুজ.....
তোমার যখন আকাশ দেখো নীল আকাশ টা ক্রাস খেয়ে
লুটিয়ে পরে তোমার পায়ে
সাদা মেঘে নাচতে বসে একটু তোমায় পটাতে চায়
রংধনুতে সাত রঙেও মন পেতেছে চায় তোমার দিকে
সাত রঙে তার জ্বলে জ্বলে ......