কেমন জানি প্রেমের প্রতি আস্থা এখন
ত্যক্ত ব্যক্ত সচল অচল,
কি বলব ভাই বলার ভাষা
কেমনে বুঝাই মনের গরল।
কাউকে এখন বিশ্বাস করব
দেখতে যেনো সহজ সরল,
একের ভিতর দুই মেলে যায়
ঝামেলা কি অঢেল অঢেল।
আমি না হয় দুঃখে কাতর
ভুল ছিল তাই হাজার হাজার,
তুমি কেনো ভুল শুধরিয়ে
ঠিক করোনি মনের পাজর।