এটা কোনো ব্যাপার হলো এরচে কত
অবুঝ সবুজ মন ভাঙার ঐ বিচার হয়না,
আমার সাথে যা করেছে এ কোন ডাইল
ভাঙছে তাতে কি হয়েছে এটাইতো,,,,,,,,,,
মন ভাঙা ঐ জাতি গোষ্ঠির দলের সাথে
আমারও এক নাম লেখালো
তার কি হলো গেলে গেছে
আমার গেছে ভাঙলে ভাাঙছে
আমার ভাঙছে কার কি তাতে?
ঐ হৃদয়ের বটবৃক্ষে আমি ছিলাম
প্রথম শিশু এই বাহানায়,
মুখ দেখে কি মানুষ চেনে
যাকে এত হৃদয় ধরে গেঁথে ছিলাম।
মনের ভেতর ইচ্ছা গুলো পচন ধরছে
মরে যাচ্ছে স্বপ্ন গুলো কিসের অভাব,
কিসের স্বভাব কি ছিল তার
বুঝে উঠতে আর পারিনি,,,,,,
আমায় বুঝি শিক্ষা দিলো দীক্ষা দিলো
মানুষকে আর বিশ্বাস করা,
মস্ত এক ভুল হাহা হাহা হা,,,,,,,,,,,
এই হৃদয়ের কান্না গুলো না দেখানো
হঠাৎ একা গহীন হলে বেরিয়ে আসে
এটা কোনো ব্যাপার হলো......
আমার বুকে লাথি মেরে অন্য খানে
অপার সুখের খনি খোঁজে,,,,,,
মন দেবনা আর কাহারে যদি
আবার ভেঙে কেউ বা যদি
তারই মতো,,,,,,,,,,,
এক মনেতে কত আঘাত সইতে পারে