মন বদলানো সস্তা স্বভাব এক জীবনেই যার,
ভালোবাসা যদি একবার ধরে বদলায় কতবার?
কতজন থেকে সন্ধানে সুখ কতযে কাতর মনে,
তার মাঝে যেন আসলেই কেউ বারোটা বাজবে ক্ষণে।

কেউ আছে যেনো মানুষ পাল্টে নিত্য  খেলেছে খেলা,
লবণ চাচ্ছে তরকারি  মুখে খেয়ে যায় সারা বেলা।
এই ভালো তার ঝুঁকবে খুশিতে কিছুদিন পরে তিতা,
নতুন চাঁদের রূপটা দেখলে পড়েছে মনের গীতা।

এখানে ওখানে হাজার পাত্রে মনের উঠায় ঢেউ!!
তার মাঝে কভু ভালোবাসা আছে জানে কি  একটু কেউ?
নতুন স্বপ্নে ঘুমের কাতর যার মাঝে চলে খেলা,
তার তরে কেউ আসলেই যেন পাবে এক অবহেলা।

মন বদলানে সস্তা স্বভাবী সুখের আশায় ব্যক্ত,
তার মাঝে কেউ হৃদয় রাখলে হবে এক পরি ত্যক্ত।
তবু বুঝি হায় মন বদলায় সুখের জীবন তার,
কারো জীবনেই সন্ধা নামিয়ে ভালো থাকে কত আর?

একবার যাকে মনটা দিয়েছে দ্বিতীয় কাকে দেয়,
পরেই কেবল অভিনয় চলে জীবন করেছে হেয়।
পরেই কেবল শক্তি হীনার দূর্বল কোন জন,
মনের শক্তি ক্ষয় করে যায় প্রতিটি সময় ক্ষণ।