তোমাকে জানার দূর্বল ভাষা নিয়ে উদ্বিগ্ন
জানার ইচ্ছে হলো চুরমার!
অযোগ্য তায় ভরা ভরপুর দুয়ারে তোমার
গিয়ে গিয়ে বের হই বারবার।
তবু কেন যেন এই মনেহয় বাঁধা পরে আছি!!
কাঙাল মনের নাছর বান্দা হয়ে আছি এক!!
ভুলতে গিয়েও আর বেশি করে
মনে করে যাই দাঁড়িয়েই আছি সেই বারান্দা।
এত অবহেলা আমিও করেছি ঠাঁই মনেহয়
শুধু প্রতিশোধে মুছে গেছে পথ লুটে দূরত্ব!!
সব বাঁধা ভুলে একবার বলি নির্জনে বসা
সীমাহীন চোখ গভীরতা মাপি ভাবি গুরুত্ব।
যাইনি খুঁজতে কোনো মন্দির আর মসজিদ
আমিতো চিনেছি তুমি!!
তুমি হৃদয়ের এক মন্দির আর মসজিদ।।
সব কিছু যে তুমি!!