কানাঘুষা করে হাসে মিছকে শয়তান
ধাক্কা দিয়ে নীচে ফেলে ময়লার জলে,
ডুবিয়ে দেয় নোংরা স্রোতে নিজে পরিস্কার
এক হয়ে যায় মুখোশধারী দলে দলে।
ডুব দেওয়ার গেঁয়ো ভূতে উঠে দাড়ায়
হুংকার দেয় ষড়যন্ত্র তলোয়ারে,
নাট বল্টু ঢিলা হয়ে মাথার যন্ত্রে
ধ্বংসলীলা হয়ে উঠে ঘরে ঘরে।