মেয়েরা ভিন্ন গ্রহের/ একটি মানুষ/ এই পৃথিবীর নয়/
পৃথিবীর ভেবে/ ভুল হয়ে যাবে/
না আছে বোঝার গতি / সবকিছু বোঝা/ জীবনে সম্ভব নয়/
সকল কথার মাঝে/ লুকিয়ে রেখেছে/ ভিন্ন কোনো কথা/
বিদ্যুৎ গতিতে পাল্টায়/ এদের মনের চিত্র/ আর পরিবেশ
মেয়ে জাতিকে যখন/ বিশ্বাস করে ঠকবে/ না করলেও ঠকবে/ সকল মেয়েরা এক?/ প্রশ্নের উত্তর/ বড়ই কঠিন/
আগের দিনের মেয়ে/ বর্তমান দিনে/ অনেক পার্থক্য আছে
মেয়ে মানুষ বলতে/ পোষ মানা পাখি/ হারায় বিনা কারণে
স্বাধীন চেতা জীবন/ সকলেই চায়/ এতে দোষ নেই
কখন যে-কি চায় / এটা বুঝা দায়/ যদি বুঝতে পুরুষ
হারিয়ে ফেলতে না গো? / প্রিয় মানুষকে