চাষাবাদ নিয়ে বাসাবাড়ি থেকে
ফসলের মাঠে দেখেছি সুদিন,
মৌসুমী কাল ছেয়ে গেছে মাঠ
ধানে রঙ হলো মাত্র দু'দিন।
সবদিকে ঘুরে সবদিকে দ্যাখি
আঁচলে কেমন ফ্যাশন,
সবথেকে বড় উপজেলা সেই
আমাদের চরফ্যাশন।
শরৎ পেরিয়ে হেমন্ত এলো
সবুজের ধারে হলুদ ছড়িয়ে,
হেমন্ত পিঠে চড়ে বসে আছি
সরিষার রঙে রঙিন করিয়ে।
কি নেই এখানে শহর, নগর
নদী খাল বিলে সাগরের ঢেউ,
ফুল পাখি ফলে স্বপ্নের উঁকি
জন্নাতি ছবি বুঝে যদি কেউ।
এরপর থেকে বিদেশ দেখি না
গুগল সার্চে ছবিও খুঁজি না,
চোখের কোণায় হেমন্ত কাল
মনের অর্থে হয়ে যায় কিনা।