কষ্টের ধারালো দাঁত দিয়েছে কামড়!
চোখের নিচে বইছে সমুদ্র সৈকত,
মনেহয় তিমি নয় একটি হাঙ্গর
অহেতুক মেঘাচ্ছন্ন মনের পর্বত।
কতকাল রোদ হীন মাথার আকাশ!
কতকাল মাঠঘাটে নেই কিছু চাষ,
কতকাল ব্যক্ত হীন আমার নিবাস
কতকাল আমি হীন করি বসবাস।
ছুড়ে মারছে হাঁটুতে বিষাক্ত মুগর
থেমেছে পথ চলার রুক্ষ বহুদূর,
হারিয়ে গিয়েছে ভ্রাতৃ চোখের পলক
মনের জমিন যেন হলো মিছে সুর।