আসলে মানুষ কবে উন্নত হয়েছে,
অস্তিত্ব কে অস্বীকার করছে মানুষ,
মানুষ দিনকে দিন আহত হয়েছে
মানুষ হয়েছে যেন অশান্ত বেহুঁশ।
মানুষ চিনে না তার কাছের মানুষ
মানুষ ঘুমায় কিন্তুু মন ঘুমাচ্ছে না,
মানুষ রয়েছে ঘরে মন থাকে দূরে
স্থায়িত্ব বিশ্বাস হীন অনায়াস টানা।
আবেগে যুক্ত মানুষ আবেগ বিলুপ্ত
অস্তিত্ব ভুলে হয়েছে করে অভিনয়,
মানুষে পাষাণ বলে এক শব্দ নেই
এটা মানুষ নয়তো