মানব গৃহে জন্মেছে অথচ হলো হায়না
মানব হয়ে মানবে এসব নীতি যায় না,
মানব সৃষ্টির সেরা নিকৃষ্ট কেন মানব?
হিংস্রতা প্রকাশ পেলে সে কখনো মানুষ না।

মানুষ আর প্রাণীর সেই পার্থক্য কোথায় ??
মানুষের আছে নীতি সততার মানুষত্য,
পশুর নীতি নেই আর, বিবেক বুদ্ধি ধরে না
মানুষের ঘরে জন্ম, থাকে যদি চির পথ্য।

মানুষের উপকারে মানুষ আসবে জানি,
অমানুষ পশুদের চরিত্র যাদের ধরে,
তাদের বিপদ এলে এগিয়ে আসতে নেই
কৃতঘ্ন কুত্তার বাচ্চা মানুষ কখনো নারে।


মানুষে মানুষে প্রেম! পশুতে পশুতে নয়,
হিংস্রের সাথে মানুষে কোনো সম্পর্ক থাকে না,
মানুষে মানুষে হবে মানুষের সে বন্ধুত্ব
ভুল করে কেউ যেনো উল্টা রাস্তায় না যায়।