কান কথার তুবড়ি পরে গেছে
অনেক মুখে করে বলাবলি,
কেউ বুঝে কয় না বুঝে কয় কথা
কেউ হেসে মুখ করে গলাগলি।
মানুষের রং সময় হলে চেনে
ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে,
তারপর সে দেখায় বৃদ্ধাঙ্গুলি
মানুষ গুলো থাকে কিবা নিয়ে।
নিজের ঘামের গন্ধে পালায় ভূত
পরের গায়ে ময়লা টি শার্ট দেখে,
বলে কদিন ধুইতে পারো নাকো
চলে পথে খুশবু মেখে মেখে।
এক হারামীর চাকরি ছিলো নাতো
মানবিক এক চিন্তা করে দেখুন?
তারে আমি চাকরির জন্য আনি
সে এখুনি আমার তরে ইজ্জত করে খুন