মানুষ কদিন বাঁচে একটু চিন্তা করলে জোর একশ বছর
একশ বছর জুড়ে কত কিছু ঘটে যায় একটু চিন্তার কাছে
বট বৃক্ষের তলায় বসে থাকর পথিক হলো পথ নিরুদ্দেশ
কিসের বড়াই এত কিসের দাপট এত হায়রে মানুষ হায়।

কোন কাতারে দাঁড়াবো মানুষ থাকবো নাকি? অমানুষ হয়ে গেছি
সামান্য দিনের জন্য মানুষে মানুষে দ্বন্দ্ব কত ঠুলাঠুলি চলে,
কত আহাজারি নামে কত উপন্যাস হয় সেই লেখার পাতায়
নিজের চেহারা ঢাকা আসল চরিত্র চাপা করেছি ভালোর দাবি।

বাংলার বিচিত্র ঘরে বিচার নিয়ে জমেছে নানান চিত্র বৈচিত্র
কোথায় চলে সমতা কোথায় হয় বন্ধুর কোথায় নরক জমে
কোথায় স্বর্গ দুয়ারে নেমেছে সবুজ ডাল পাখির মত আসনে
স্বার্থের জন্য মানুষ দিতেছে কামড় দাঁতে হিংস্র পশুর মতন

বিষাক্ত দাঁতের কাছে হেরে যায় বহু লোক হেরে গিয়েছে সততা
বুকের পাটা ফুলিয়ে সারাটা জাহান জুড়ে কাঁপিয়ে যায় পৃথিবী
মানুষ কদিন বাঁচে কেন মানুষ এমন দুষ্ট আচরণ দিয়ে
সবকিছু ধ্বংস করে জীবন নদীর ধারে নেমেছে ভাটার চিত্র।


চোখের সামনে সেই নিভে গেলো কত কত চোখের প্রদীপ
নিভেছে টাকা ওয়ালা টাকার পাহাড় রেখে গেছে মাটির কবরে
চোখের সামনে থেকে কত জুলুম কারীর পতন হয়েছে দেখা
কত পতনে হয়নি নতুন জুলুম কারী পিঠে হলো আবির্ভাব