মানবতা কেন মলিন চাদরে
জড়িয়ে শরীর মনে?
নিজের সড়কে নিজেই পিছলে
পিছিয়ে পরছ ক্ষণে?
স্বার্থ হিংসা লোভের বসত
হারিয়েছো মঙ্গল,
মানুষের মাঝে মানুষই আজ
গড়ে বন-জংগল।
সত্যের পথে মিথ্যা ছুঁড়েছে
সমাজে তোমার রাজ,
অবিচার দিয়ে মানবতা ঘোলা
ভাঙছ ন্যায়ের সাঁজ।
তোমাকে একটা প্রশ্ন করেছি
মানুষ কী তবে নয়?
মানুষের বুকে ক্ষত জুড়ে দিয়ে
কিভাবে হৃদয় সয়?
মানবতার ডাকে সাড়া দাও জাতি
জেগ যাক অন্তরে,
সত্য ছড়িয়ে, ভালোবাসা দাও
জগতের প্রান্তরে।
মানবতা মোর ঠাঁই হোক ঘরে
চিরকাল এর জন্য,
মানুষের তরে আমরা থাকলে
জীবন তখন ধন্য।