ছন্দের কবিকে খুঁজি কবির লেখা লাইনে
হাজার মুখের ভিড়ে আমার আমাকে খুঁজি,
আঁধারে নেভা প্রদীপ আলোর দীপ্ত অভাবে
সব কিছুর উপরে আসল মানুষ বুঝি।

মানুষ কে ঠ্যালা দিয়ে উপর সিঁড়িতে উঠি
সমাজে ভালো সেজেছি কাজের বেলা ভণ্ডামি,
সবার ভেতরে এক মানুষত্য বসবাস
ক্ষমা করেনা আত্মায় সততার আহাজারি।

এই বাংলাদেশ নাম  লেখা রক্তের অক্ষরে
বন্ধ হয়েছে কতটা দুর্নীতি ঘুষ অন্যায়,
নাকি পাকের শাসন চলছে স্রোতের গান
নিজের স্বার্থ খেলায় সবকিছু মুছে যায়।

দালাল দিয়ে নাকাল শক্তির দাপট চলে
টাকা চোষা মজলিস উকিল মহুরি খাতা,
নিত্য দিনের মিথ্যায় সত্য স্বীকৃতি হারায়
থানায় গেলে মানুষ নাটকে চলছে পাতা।


নিজের স্বার্থ উদ্ধারে পরের দুঃখ বুঝেকি?
নেটে ভাইরাল হলে সবাই তাকে চিনেছে
এর আগেই জানে না নেয়না কোনো খবর
মানুষ দেখানো কাজ ঠকানো ছাড়া কিছুনা