মায়ের অভাব গৃহের প্রাচীরে
অনেকের আর দরকার নাই,
আমার তো আছে মায়ের অভাব
মনোবল থেকে যে হোঁচট খাই।
কত ভালোবাসি হয়নি বলা ও
হারিয়ে যাবার কথা ছিল তার?
বিনা স্বার্থেই গৃহে খেটেছেন
কত ভালোবাসা মাখা সংসার,
বড়ই দুখীনি আমারও মায়
নিজের অভাব বুঝতে দিতো না? কারো,
নিজের অভাব ভুলে গিয়ে মায়
হাসি ফুটাতেই গৃহের সংসারো।
বড় একাকার পথ চলাচল
কেউ নেয় নাই খোঁজ,
হয়তো আমার থাকলে যে মায়
কল দিতো যেন রোজ ।
রুক্ষ খবিশ লোকের সাথেই
জানিনা কিভাবে বাঁচা,
ভালো একজন মানুষ ও নাই
আমাকে বোঝার হাছা!