এবার থামাও লকডাউন টা
অনেক দিনে আটকে আছি
কর্ম হীন এক শহরে,
বসে বসে পরের ঘরে খাচ্ছি খাবার
বিকেল ঘেঁষে সন্ধ্যা শেষে
ধল প্রহরে।
এবার থামাও লকডাউন টা
থামা উচিত
জনদুর্ভোগ অসহায়ে ঐ দুয়ারটা
দেখা উচিত।
এখান থেকে ওখান যেতে
একটু সময় দাও,
আটকে আছি বেকার হয়ে
বুঝো না কি তাও।