মানতে হবে বিধিবদ্ধ লকডাউনের দেয়া,
আইন কানুন মেনে সবাই শ্রদ্ধাশীলে নেয়া।
দেশের জন্য দশের জন্য থাকতে হবে ঘরে,
সাত দিনেরই লকডাউনে সবার তরে তরে।
কারণ ছাড়া অযুহাতে ঘরের বাইরে গেলে,
লাঠির পেটা খাইতে হবে পুলিশ নাগাল পেলে।
বন্ধ থাকবে দোকান পাটও কাঁচা বাজার ছাড়া,
এই অধ্যাদেশ জারি করছে প্রেক্ষাপটের দ্বারা।
করোনা রোগ লক্ষণ হলে একলা ঘরে থাকা,
তিন ফিটের দূর থেকেই স্থান বজায় রাখা।
রোগীর কাছে যেতে হলে পড়তে হবে মাষ্ক ,
বালাই কারো হয়কি স্বজন নিজকে করো আক্স।
মানতে হবে লক ডাউন থাকতে হবে ঘরে,
নয়তো একের বিপদ গিয়ে দশের মাথায় পরে।
তুমি থাকো নিরাপদ ভাই দশকে রাখো তেমন,
হয়তো একটু সচেতনে বাঁচবে আপন -জন।