আমার সাথে শত্রুতা নেই যেনো কারো!
কাউকে আঘাত দিয়ে চলিনি সচর,
পৃথিবীর কেউ নেই আমার বিরোধ
একমাত্র শত্রু আছে গৃহ সহোদর।
পথেঘাটে ঘুরে ফিরে চলার সমাজে
কত বেইজ্জত হয়ে কেটে গেছে দিন,
প্রতিবাদ করা থেকে রেখেছি দূরত্ব
কখনো ছিলাম নারে নিজের স্বাধীন।
হারুন জুলুম করে জনবল লয়ে
ঘর থেকে বের হবো ছিল যে কঠিন,
মুখ নিয়ে সমাজের চলাচল বন্ধ
এভাবে গেছে আমার দুঃখের অধীন।
মুন্নির মার তান্ডব হারুনের চাল
আমাকে আটকে দিতে পাতে ফাঁদ জাল
জীবন ধ্বংস করলো ঠেকেছে দেয়াল
হত্যা চেষ্টা ছিল যেনো করে বহুকাল।
হারুন একদা ছিল বিপদ আপদ
ধার করে পার করে করেছি জামিন,
মেট্রিক পরীক্ষা কালে এমন দুর্দিন
জেল থেকে জামিনের আনা সেই দিন।
এরপর চুপচাপ বিদেশে পালায়
হারুনে জামেলা এসে আমাকে জ্বালায়,
তাকে না পেয়ে মানুষ আমাকেই ধরে
মামলা হামলা দিলো পালায় পালায়।
বিদেশে টাকার জোরে অমানুষ হয়ে
গুন্ডা বাঁড়া করে হায়, চালায় হামলা,
আমাকে হাজতে দেয় কুলাঙ্গার ভাই
থানায় টর্চার করে বানানো মামলা।
পৃথিবীর কারো সাথে নেইতো বিরোধ
করিনি আঘাত কারো আর প্রতিরোধ,
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব
মনে হয় সহোদর অস্তিত্বের বোধ।
আর কেউ কোনো দিন, নেই দুশমন
করবে আমার ক্ষতি সংকোচ যে নাই,
আবার কখনো যদি বিপদ ঘনায়
কেউ নেই তাই ছাড়া কুলাঙ্গার ভাই।
জাতি কুলে ইতিহাসে লেখেছি কাহিনী
এমন মানুষ তরে দেবে কি নিস্তার?
জাতির কাছে এবার বিচার দিলাম
কিভাবে বিচার হবে? সভ্যের কাতার।