**কুনজর এবং ধর্ষণ**
**মোঃ মুসা**
এই সমাজে বাঁচতে আমায় দেবে না যে স্থান,
মানুষরূপী শকুন যারা রেখো যখন মান।
ওই শকুনের কালো চোখে লালসারই দাগ,
নারী মানেই কুনজরে রচে ফেলায় তাক।
সুযোগ পেলে ছিঁড়ে খাবে, পিশাচেরই দল,
আমরা যাকে ধর্ষণ বলি—বয়ে চোখের জল!
তোমার বোনের দিকে নজর অন্যে যদি দেয়,
ছুটে গিয়ে থেঁতলে দিলে সহ্য নাকো হয়।
তুমি যখন অন্যের বোনকে নষ্ট করতে যাও,
বিবেক তোমার বাঁধে না আর? ভেবে কিছু পাও।