রক্তের মাটির দাগ এখনো লোহিত
শুরু হয়ে গেছে তীব্র দুর্নীতি বৈষম্য,
লুঠপাট হয় নাকি? কেন আঘাতে জখম?
মানুষে মানুষে সেই উগ্রে ভারসাম্য।
দেশ গড়ার উদ্যোগ এক্ষুণি এসেছে
ধ্বংস স্তূপ মেরামতে নিতে হবে যাত্রা,
ভাগে লুঠপাট করা নয়তো সময়
গঠন করার দাও প্রতিজ্ঞার বার্তা।
সোনার ছেলে এগালো বিশ্বের দুয়ারে
ইংল্যান্ড বধ হয়েছে হেসে দাড়ালাম,
উচ্ছ্বাসে ফেটেছে বুক সারাটা বাংলায়
যেন একাত্তরে হাসি ফের হাসলাম।
সোনার ছেলে একদা চ্যাম্পিয়ন হবে
হাসবে বাঙালি গর্বে মাথা উঁচু করে,
বীর বাঙালি কখনো মাথা নোয়ায় না
স্বীকার হবো না কভু চেতনা শরীরে।
আমারদের আছে সেম রক্ত মাংস বুকে
বেদনা চেতনা আছে সেই একাত্তরে,
হাল ছাড়বো না কভু জয় হবে ঠিক
জয় বাংলার পতাকা ধরি উঁচু করে ।