কঠিন যেন কঠিন যেখানে দাঁড়িয়ে আছি সমীকরণ কঠিন
পথেঘাট অলিগলি এখানে সেখানে দেখি যতটা কঠিন ময়,
সহজ কেবল কাছে নিজের ভেতর টুকু আপনার কারুকার্য
নিজের জন্য পরেরে সব আবদার টুকু কঠিনে সহস্র ভাগ।
নিজের দুখ অন্যকে বোঝানো কঠিন যত পরকে বুঝা সহজ
নিজের পাওয়া টুবু অন্যের কাছে চাইলে এতটা কঠিন যেন
কঠিন হয়ে নেমেছে জগত পৃষ্ঠার অংশ হয়ে গেছে আবরণ
সহজ নিজের কাছে শুধু ধরা দিয়ে যায় সেই হাতের নাগাল
নয় সহজে পাওয়া, সহজে পাওয়া যায় , শুধু এক ব্যাগ দুখ
কিনতে পাওয়া যায়, তবে এক ব্যাগ সুখ অনেক অনেক দামে
পৃথীবির সবকিছু যতটা কঠিন তবে অচেনা মুখ কঠিন