কার প্রতি কার সেই ভালো লেগে যায়
জানে না কখনো কেউ অবধি অধীন,
ভালো লাগা উঁচু নীচু জানে না সমতা
মনের চাহনি যেন এমন স্বাধীন।

যার কাছে যাকে এত সুন্দর-য-লাগে
পৃথিবীর সবচেয়ে জানি সুন্দর সে,
সুন্দরে পার্থক্য খালি করে মিছে মিছে
যার চোখে যাকে শুধু মেটায় পরশে।

বাস্তব যখনি এসে পার্থক্য বুঝায়
মনের খোরাক টুকু করেছে ধূলিসাৎ,
রত্নের চলতি স্রোেত মাটি হয়ে ঝরে
তৃপ্তির অতৃপ্ত হয়ে মুছে যায় সাধ।

অবহেলা যেন এক বিষাক্ত বাতাস
নর্দমার কাছে যেন শেওলার ফুল,
বেহুদা বাতাস এসে ডুবিয়েছে সিঁড়ি
দম চাপা শ্বাসরোধ এখন দুকূল।

অবহেলা যেন এক কাগজের ঠোঙা,
প্রয়োজন শেষে শেষে গড়ায় মাটিতে,
পায়ের চটায় পিষে দৃঢ় বিশ্রী পিঠ
কামনার হেলাফেলা পারে কেউ নিতে?