কোথায় রেখেছি মনের জমিন
দলিল কোথায় ভাই?
খাস হলো নাকি ডিয়ারা এস এ
খাজনা কি দেই নাই।
কার কাছে হলো মন বিতরণ
নথি পত্র যে কই,
জমিও নিখোঁজ মনও নিখোঁজ
কোথায় পরেই রই।
কোথায় ঢেলেছি মনের এ জল
কোথায় এখন গড়ায়,
কোথাকার জল কোথায় এখন
কোথায় এমন ছড়ায়??
আমার হৃদয়ে ইট পাথরের
হাতুরি সবাল চালায়,
কেমন লাগছে বে জায়গায়তে
মনকে রাখার পালায়।
মেয়ে জাতিরই মতি বোঝা দায়
কখন হঠাৎ মন বদলায়,
বুঝে আর কোন হালায়।
-মোঃমুসা