কাকে দিয়েছিলে মন/ কোথায় ডুবেছে/ নিজ বিসর্জন
কোথায় মানুষ সেই/ কোথায় চরণ/ কোথায় সম্মান,
কোথায় গেল অপেক্ষা /কতদূর পিছে/ সবকিছু থেকে
কেউ কারো নয় শেষ/ একি ধ্বংসস্তূপ/ নাকি সে শ্মশান।

এই ইতিহাস কার? /আমার না তার/ কে যে হিটলার?
কেউ মোনালিসা মনে/ পটভূমি আঁকে/কেউ ভুলে যায়,
গোপন করে কেউকি/ অতীত কাহিনী/প্রাচীন হৃদয়ে,
জীবনের মাঝে আজ/ দাসত্ব পৌঁছেছে/ জীবন সংশয়।

কেউ পারেনি চাপাতে/ পাটের শরীর/ জলের তলায়
একদিন ভেসে উঠে/ নিজের অস্তিত্ব/ ভাঙাচোরা দেহে!
ঠনঠনে দেহকোষে/ ধ্বংসস্তূপ থেকে/ জগত খেলায়
বিসিএসে প্রশ্নফাঁস / সবার নজরে/ চাপাও ফোসকে।

অনেক সুখের কাছে/ বিসর্জন দিয়ে/ পর শুধু আমি
মনের আত্ম রক্ষার/ দরজা ভেঙেছি/ তোমার দুয়ারে,
একি দুর্ঘটনা নাকি/ ছেলে খেলা মাঠে/ হাঁসফাঁস মন।
তোমার চঞ্চল মন/ আমার বিদগ্ধ/ স্মৃতি পরিষদ