কারখানা নাই ভোলা জেলার কর্ম খরায় ভোগে
হাসপাতাল নাই মেডিকেল নাই পঙ্গু হচ্ছে রোগে।
সবার কি আর সাধ্য আছে বরিশাল এ যাবে,
যাইতে আসতে কত টাকার মিলিয়ে কোথায় পাবে।
ভোলা থেকে ঢাকা যাইতে লাগছে যত টাকা,
দুদিন ধরে কামলা খাটার পকেট হচ্ছে ফাঁকা।
কৃষি কাজে মেশিন দিয়ে কাটছে ক্ষেতের ধান
মানুষ গুলো কর্ম হীনা অশ্রু ভেজা গান।
ছাত্র ছাত্রীর পড়াশোনার বিশ্ববিদ্যালয় নাই
আইতে যাইতে যে টাকা যায় এত কামাই নাই।
চাকরির নিয়োগ আবেদনে পরীক্ষা হয় ঢাকা
আসতে যেতে কত টাকার হিসেব খানি পাকা।
ভোলার মানুষ নয়তো রে ভাই উচ্চবিত্ত ঘরে
নাড়া দিলে টাকার ঝুড়ি ঝুরঝুর করে ঝরে।
না পেয়েছি অল্প টাকায় পড়ালেখা করতে
নর্মাল কলেজ পড়ে যেনো জীবন খানি গড়তে।
সত্তর সনের জলোচ্ছ্বাসে আমরা ক্ষতিগ্রস্ত
প্রতি বছর সর্বনাশার বন্যা বড় অস্ত্র।