ক্লান্ত শরীরে হয়েছি কম্পানি শ্রমিক
শরীর বলে থামো না আমি বলি চলো,
অস্থায়ী খাটুনি মিথ্যে চাকরি গ্যারান্টি
সব কাজে শ্রদ্ধে করি তুমি কি যে বলো।
আমিত অলস নয় চলেনা শরীর
ক্ষতবিক্ষত মাংসের রক্তে চলাচল,
তবুও আমি আমার কাজ করতেছি
শরীর বলে থামো না আমি তো সচল।