গরুর দিকে তাকিয়ে আছে অনেক গুলো চোখ,
মনে হচ্ছে এই এখুনি মাংস খুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে।
গরুর মালিক অর্থের কাছে বিলিয়ে দিলো হাতে
পোষা প্রাণীর এমন দৃশ্য সন্তান তুল্য তাতে।
নিজের মধ্যে নেই সততা কোরবানি দেয় ঈদে,
আসলেই ঐ ঈদের নামে গরু খাওয়ার খিদে।
হাট বসেছে গরু ও হাট দালাল চক্র বেশে,
দরাদরি করতে করতে নামাজ ভুলে গেছে