নামাজ পরো কি ভাই? দেবে কোরবানি
দূর্বল ঈমানে আজ দেখেছি পুণ্যার্থী,
নামাজ কায়েম করো ওয়াজিব নয়
কোরবানি নাকি?পশু হত্যার-প্রার্থী।
কোরবানির হাটেতে ঘন্টায় কেটেছে
ভুলে গিয়েছি নামাজ কোথায় ফরজ?
ওয়াজিব নিয়ে যেন বিফল ফরজ!
নামাজ ছেড়ে মেতেছে কিসের গরজ।
রোজার মাসে ধরেনি রোজার আইন
বহু সংখ্যক করেনি ফরজ কায়েম?
ওয়াজিবে খুনসুটি পশুর হত্যায়।
সবার আগে ফরজ বাধ্যতার নেম।
কোরবানি শুধু ভাই মুমিনের জন্য
এটা শুধু বিলাসীতা মাংসের ভোজন
কোরবানি নামে লোক হত্যার গ্রহণ
ঈমানের দাড়িপাল্লা নেই যে ওজন।