ইমান আমান ঠিক আছে কি? কোরবানি দেয় মুসলমান
নামাজ রোজার খবর ও নাই খাস নিয়তে দেয় কোরবান।
হায়রে ইমাম হত্যা করবি পশু হত্যা নাই কিছু আর তাতে ক্ষীণ,
খবর রাখিস হালাল টাকার কোরবানি কি? সত্য হীন।
হায়রে মানুষ হয়রে ভণ্ড নির্বিচারে প্রাণী হত্যা,
কোরবানির নাম দিয়ে চালাস ওই উপরে দেখে সত্তা।
ঘুষের টাকা দিয়ে নাকি দিবে কত কোরবানি,
পরের হক ও নষ্ট করে দেখায় কত মেহেরবানি।
পরের উপর জুলুম করে কোরবানিতে দিছে নাম
ভুলে নিস না কোরবানি সুর গরু খাবি- বলে থাম।