নেই কোন অভিযোগ/ নেই অনুযোগে
নেই রাগ অভিমান/ খোলাখুলি করে,
নেই আত্নশোক গ্লানি / ব্যথাতুর ব্যাথা
এক বুক হাসি মুখ/ উপচিয়ে ঝরে।

ক্ষমা করে দিছি যত/ মাখা অপরাধ
মুছে গেছে অভিমান/ মনের সংঘাত
বিধ্বস্ত যুদ্ধ উঠুনে/ আমি আর নেই
ভালো আছি এক রাশ/ বিখ্যাত বিখ্যাত।

লেনদেন নেচে নেচে/ অদৃশ্যে সদিচ্ছা
আমাকে উৎফুল্ল করে/ ঢাক ঢোল ঢাক
ঠুসঠাস ফুসফাস/ আনন্দ মিছিল
আচ্ছা আকৃতি সুন্দরী/ সমৃদ্ধ বিভাগ।

শাকি নামক একটি স্মৃতিচারণে লেখা।
কবিতা ৮+৬  একটি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা।