কন্যার হাতে মোবাইল দিয়ে বাবায় সুফল ভাবে,
নষ্ট পথের দুয়ার খোলার দেখছি না তার লাভে?
রসের প্রেমিক পাইতে নাগাল ধরছে সহজ ক্যাচ,
বিবাহ ব্যতীত সংসার চলে আসর বাসর শেষ।
রাতের বেলায় ঘুমিয়ে সবাই কন্যার নাইরে ঘুমে,
ভিডিও অডিও কল দিয়ে আহা কাপড় খুলছে রুমে।
কিছু দিন খুব জান,বাবু বউ, কয়দিন পরে নাই,
ছেঁকা মনে নিয়ে নতুন খুঁজতে লাইন ধরেছে তাই।
নতুন আবার প্রেমের জোয়ারে কন্যা যায়রে ডুবে,
সারারাত জাগা ঘুম আসে তার, সূর্য উঠার পুবে।
এই দায়ভার কে নেভে এখন? তোমার নেবার পালা,
সম্মান নিয়ে বাঁচবে কি ভাই নয়তো তুচ্ছ মালা।