টাকায় মেলে মনি মুক্তা টাকায় মেলে বাঘের দুধ,
না থাকলে তার টাকার গোলা খুঁজতে থাকবে যত খুঁত।
টাকা থাকলে সালাম দিবে করবে শ্রদ্ধা নিবেদন,
থাকলে টাকা শক্তি দেখায় দাপটে তার আলোড়ন।
টাকা থাকলে ছেলে ভালো কররে তারে কন্যাদান,
না থাকলে তার টাটকা টাকা ত্যক্ত সকল গুণগান।

টাকা থাকলে বুক ফুলিয়ে চলে রাস্তা দুধারে,
ইচ্ছে হলে এ পাশে যায় ইচ্ছে হলে ও পাড়ে।
টাকা থাকলে কত লোকে ঢালে হাতে পায়ে ঘি,
না থাকলে তার যত গন্ধ মনে মনে আনে ছি!
টাকা থাকলে বুইড়া ব্যাটা জোয়ান মেয়ে পেয়ে যায়,
লোক দেখিয়ে ফুর্তি করে সুবাতাসে চলে পায়।

টাকা থাকলে সুবিচার আজ কুবিচারে খিলে,
হিংস্র জালেম হাসি দিয়ে ভেটকি মেরে মিলে।