এই খনকার গ্রাম্য সমাজে ধোঁকাবাজি দিয়ে
মানুষের মাঝে বিশ্বাসী হয় পীরের খাতিরে,
নিজের পয়দা উসুল করার কোনো পাঁয়তারা
দিয়ে মানুষের লুটেছে অর্থ ভেলকি বাজারে।
এই সংস্কার আদিম খেলায় কোন প্রতারণা
এই সুযোগের হাতছানি দেয় অজ্ঞাত জাতি,
যুগ যুগ ধরে কুসংস্কারের করে গেছে ফুটো
বিবেকের সেই সরল দরজা হয়েছে ভাংতি।
আমি এইসব মূর্খ মানব দৃষ্টির কাছে
হেরে যে গিয়েছি করে নির্বোধ,
নাকি মানুষের অপদস্থের কোনো শত্রুর
ফাঁদ পাতা এক কোন প্রতিশোধ।