মুখে তাকে ক্ষমা করে দিছি
অন্তর করেছে কভু ক্ষমা,
অন্তর বলেছে কৃতকর্ম
পরতে পরতে তার জমা।
ঘরের ইঁদুর বান কেটে
মাথায় আকাশ ভেঙে পরে,
এরপর শুরু হয় ঝড়
কূল হারিয়ে গিয়েছে ঘরে।
ইঁদুর কেটেছে সেই বান
ক্ষমা করি ইঁদুরকে তবে,
ধ্বংসস্তূপ থেকে সেই আমি
অন্তর ভেবেছে অনুভবে।
ক্ষমা মহত্ত্ব ক্ষমার্হ যোগ্য
তবুও কি ক্ষমা পায়, হায়
ধ্বংসযজ্ঞে যদি ফোটে ফুল
ক্ষমা লেগে যায় তার পায়...