পারবে ফিরিয়ে আনতে সুদিন? থাকার দুয়ারে
ভাঙাচোরা দেহে পরাজয় ঘেঁষে
নিঃস্ব জীবনে ফুটাতে পারবে মুখেরেই হাসি
কত যে দুঃখ আজ অবিনাশী।
রাতের আঁধারে খসে পড়ে গেছে এক চাক তারা
সহজ যে নয় কোনো দুয়ারেই আসতে।
মানুষ পারে কি যন্ত্রের সাথে
প্রতিযোগী হয়ে জয়ের জোয়ারে ভাসতে।
এত রুক্ষতা এত বিষণ্ণ ,জঞ্জাল থেকে
পারবে কি মুখে হাসি ফোটাতেই তীরে,
পারবে ফিরিয়ে আনতে সুদিন জীবনের কাছে
জীবন রয়েছে জীবনের ভীরে।