যেতে চেয়েছি সামনে, অতীত বড় ক্লান্তির
হিম্মত আজ কাহিল, নেই যাত্রায় স্বস্তির,
কোথায় সাহায্য নেই, ধাক্কার তালে ডুবেছি
উঠে দাঁড়িয়েছি কিন্তু নিরুপায় মনস্থির।
রোদের কছে বসেছি শীতের কাঁটা সরাবো
রোদ ছেড়ে গেছে দেখি বসে আছি দাওয়ায়
দেহে প্রবেশ করছে শীতের কাঁটা গাঁথছে
শীতল বাতাস ফের ডুবিয়েছে হাওয়ায়।
লেখার কল্পনা থেকে ছেড়ে চলে যেতে চাই
অনেক পিছিয়ে গেছে চলার পথের ঘন্টা,
কবিতা দিলাম ছেড়ে এর থেকে মুক্ত আমি
কবির বাগান বাড়ি ছেড়ে যাবো এর থেকে।
আমার কবিতা গুলো কান্নার শব্দে গড়িয়ে
আমাকে করছে ক্ষত বিক্ষত বৃত্তান্ত পথ,
ভেতর থেকে একটা শব্দের অর্থ আমাকে
বলেছে ছেড়েছ লেখা? কেনো এই অভিমত।
আমি কোনো কবি নয়, লেখলে কবি হয় না
কবিতা রোদের কাছে শিশির হয়ে ভাসছে
নয়ত রুপসী মেয়ে ভেঙে দিয়েছে শিশির
রুপসী মেয়ের পায়ে টুপুর করে পরছে।