কবিতা কোথায় খুঁজি পুস্তক পাঠ্যাংশ জুড়ে"
সকাল বিকেলে ঢাকা সবুজ জঙ্গলে ধারে"
"কবিতা মাঠের প্রান্তে সরিষার ক্ষেত ঘুরে"
ধানের গন্ধে নবান্নে আচ্ছাদন মাঠ সারে".
কবিতা উঠুনে জুড়ে হলুদ গাঁদার ফুলে
মুচকি হাসার মুখ অঙ্গ সারা তুলে জ্বলে
কবিতা গোলাপ ফুলে অনুরঁজন এ দুলে
বিকেলে নীল আকাশে মেঘ পাহারার দলে।
কোনো অবুঝ শিশুর দম ফাটা হাসি নামে
দেখে মুখ খানা যেন আহা নির্ভেজাল সন্ধি,
নব জাতক কপালে এক কালো টিপ খামে
শিশুর সত্যে মুখের কঠিন জবানবন্দি।
কবিতা কিশোরী মনে উচ্ছ্বসিত হাসি ঝরে
নূপুর পায়ে কন্যার অপূর্ব সৌন্দর্য নামে
হাতের চুড়ির শব্দ কবিতার ছবি তরে
যুবতী কন্যার মনে প্রেমের সৌহার্দ্য দামে।
কবিতা ঘরের বঁধু একটি সংসার জুড়ে
কবিতা জীবন যুদ্ধে যত ইতিহাস দেখা,
আগামী দিনের জন্য নতুন প্রেরণা ঘুরে
কবিতা নিজের সাথে নিজে বসবাস রেখা।
এই বাংলার আনাচে কানাচে কবিতা নামে
মাঠের কথা সাজালে হয়েছে যারই ঢেউ,
বনের কথা গোছালে হয়েছে কবিতা শ্যামে
নারীর কথা বললে প্রেমের কবিতা কেউ।
যেদিকে তাকাই শুধু কবিতা হয়েছে জুড়ি
অলংকার ভরা এই বাংলার জমিন ঘুরে,
কবিতার অলংকার সহজে মেলায় -
লক্ষ কোটি কবিতার হাতে থেকে নয় দূরে।
কবিতা কবির শুধু মাত্রবৃত্ত খুঁজি কেনে,
অক্ষরবৃত্ত ছন্দের যত শাখা বুঝি তবে
স্বরবৃত্তে সীমাবদ্ধ একটি শাখার কেনে
কবিতা চোখের কাছে চিত্র ফুলঝুরি হবে।